মোল্লাহাটে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষ বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফার তাসনীনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর ও মোঃ বাবলু মোল্লা, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার প্রমূখ।