কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফরাকপুর গ্রামে থেকে রোববার দিবগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মামলার পালাতক আসামী জাহিদুল ইসলাম জাদু(৩০) কে ১টি দেশী তৈরী সাটার গান ৮০ পিচ ইয়াবা সহ আটক করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান উপজেলা ফারাকপুর গ্রামের বটতলা সিদ্দিকের বাড়ীতে অস্ত্র ও মাদক সহ ৫ মামলার জাহিদুল ইসলাম জাদু অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ট কালে তাকে অস্ত্রী ইয়াবা সহ আটক করতে সক্ষম হয় এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।