দৈনিক আমার দেশ পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি গোলাম আজাদ শ্যামল (৩৩) রোববার রাত দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন)। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাব এডিটর মো. মাহবুবুর রহমানের বড় ভাই কুমিল্লার মেঘনা উপজেলার বড় নয়াগাঁও গ্রামের গোলাম মোস্তফার বড় ছেলে। তিনি মা, বাবা, স্ত্রী, ৩ বছর ও ৬ মাস বয়েসী দুই ছেলে সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা এগারোটায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক করবরস্থানে তাকে দাফন করা হয়।