কুমিল্লার নাঙ্গলকোট দূর্বার তরুণ সংঘ ও কমিউনিটি পুলিশিং আয়োজনে মাদক বিরোধী মত বিনিময় সভা গতকাল সোমবার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ডা: এ কে এম কামারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রভিশনাল) তারিকুল ইসলাম মাসুদ, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাঙ্গলকোট পৌর কাউন্সিলর সাদেক হোসেন।