গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও বাসদ সভাপতি,বিশিষ্ঠ সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক বি.কম শিখা দত্ত গণমাধ্যমে প্রকাশর্থে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ষড়রিপু নিয়ন্ত্রণ করা গেলে মানব চরিত্রের উন্নতি এবং দেশের টেকশই উন্নয়ন বাড়ানো সম্ভব।
ষড়রিপু মানুষের শরীরের ৬টি শত্রুকে বোঝায়। শত্রু বা ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ,মোহ,মদ ও মাৎসর্য। কাম বলতে অনৈতিক যৌন অকাঙ্খা, মোহ মানে অন্ধ অনুরাগ, মদ বলতে অহংকার বা দম্ভ, মাৎসর্য বলতে পরশ্রীকাতরতা বা হিংসাকে বোঝায়।
বেশি টাকা মানেই কিন্তুু বেশি সুখ নয়। টাকা দিয়ে সুখ পাওয়া যায়না। টাকার বাইরে সুখের গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে সুস্বাস্থ্য, আপনজন, পরিবার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ইত্যাদি। আসুন সকলে দেশের টেকশই উন্নয়নের জন্য ষড়রিপু নিয়ন্ত্রন করি। দৈহিক ও মানষিক সুখ অজর্নে ব্রতী হই।
গত ৬ জানুয়ারি/২০২০ইং সোমবার অন্যান্যের মধ্যে বিবৃতি প্রদান করেছেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সিঃ সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সহ-সম্পাদক কালামানিক দেব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান মন্ডল, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, দপ্তর সম্পাদক মুরশিদা আক্তার সুইটি, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রফিকুল মন্ডল, তারাজুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।