কুষ্টিয়ার দৌলতপুরে তিন ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা। উপজেলা প্রশাসনের চারপাশে এসব ইটভাটা গড়ে তোলা হয়েছে। তাছাড়া, এসকল ইট ভাটায় সরকারী নির্দেশ উপেক্ষা করে কাঠ পোড়ানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব দর্শকের ভুমিকা পালন করে আসছে।
প্রাপ্ত তথ্যমতে উপজেলার দৌলতপুর হাসপাতালের পাশে ইয়াছিন আলী ও আব্দুল্লাহ আল মামুন, জহুরুল আলম, দৌলতপুর খা পাড়া এলাকায় কালু খান, দৌলতপুর সোনাইকান্দিতে সরকারী খাস জমিতে নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ওলি, রিফাইতপুর গলাকাটি মোড়ে নজরুল ইসলাম, আব্দুস সালাম, ঝুমুর আলী, দৌলতপুর কলেজ পাড়ায় হান্নান খান, চকদৌলতপুর এলাকায় রমজান আলীর দুটি, স্বরুপপুর গ্রামে আব্দুস সাত্তার, বজলুর রহমান কটা, বাজুডাঙ্গা এলাকায় নুরুল ইসলাম, মানিকদিয়াড় সাদিপুরে আবু বক্কর সিদ্দিক, মামুন অর রশিদ ও হুমায়নের দুটি, আনারুল ইসলাম ও ইদবার হোসেন, ডাংমড়কা এলাকায় আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, জাহাঙ্গীর আলম, শাজাহান সিরাজ, জয়রামপুরে মতিউর রহমান, চামনা গ্রামে জাহিদুল ইসলাম এন্টু বিশ্বাস, খলিশাকুন্ডিতে কামাল হোসেন, বড়গাংদিয়ায় হাবলু মোল্লার ইটভাটায় পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ এসকল ইটভাটা। ফলে, আশংকাজনক হারে আবাদি জমি কমে যাওয়ায় খাদ্যশষ্য উৎপাদন কমে গেছে। এ সকল ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসকল ইটভাটার মালিকরা সমিতি গঠন করে প্রতিটি ইটের প্রকৃত দৈর্ঘ্য-প্রস্থ এক থেকে দেড় ইঞ্চি কম করে ইট তৈরী করায় ইট ক্রেতারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ব্যাপারে ইটভাটা মালিকদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা জানান, সবকিছু ম্যানেজ করে ব্যবসা করছি।
এদিকে নতুন করে কৃষি জমিতে পুকুর খনন না করার নির্দেশনা থাকলেও প্রতিদিন শ্যালো মেশিন চালিত ট্রলি এবং রাতের আঁধারে বিভিন্ন এলাকা থেকে ড্রাম ট্রাকে করে মাটি নিয়ে আসা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, নতুন করে কৃষি জমিতে পুকুর খনন না করার নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ এ নির্দেশ না মানেন তাকে ছাড় দেয়া হবেনা। ইটের সাইজ ছোট করার বিষয়টি ভোক্তা অধিকার কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।