বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া কবুল হয়। শেখ হাসিনা বাঁচলে দেশ বাঁচবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, অন্য কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি দেশে। দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সকালে বাগেরহাট পৌরসভা অডিটরিয়মে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, জেলা যুব লীগের আহবায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বাগেরহাট পৌরসভার গরীবদের মাঝে ২ হাজার ৫‘শ কম্বল বিতরণ করা হয়।