রাজশাহীর বাঘায় সাইফুল ইসলাম (৫৮) নামের এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় তার নিজ বাড়ির শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তিনি উপজেলা খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বাউসা মিয়াপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
জানা যায়, স্কুল শিক্ষক সাইফুল ইসলামের কোন সন্তান না হওয়ায় মানষিকভাবে ভেঙ্গে পড়ে। এক পর্যায়ে চিন্তা করতে করতে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাকে পাবনা মানষিক হাসপাতালসহ ভারতের বিভিন্নস্থানে চিকিৎসাও করানো হয়েছে। তিনি মানষিক যন্তনা সহ্য করতে না পেরে আত্নহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান।
বাঘা থানার ওসি তদন্ত আরিক রেজা সরকার বলেন, তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।