আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফেনীতে এডভোকেসী সভার আয়োজন করেছে ফেনী পৌরসভা। সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
প্যানেল মেয়র আশ্রাফুল আলম চৌধুরী গিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি.কে.এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল বৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ বছর ফেনী পৌরসভায় ৫৪টি ভ্রাম্যমান কেন্দ্রে ১ বছর থেকে ৫ মাস পর্যন্ত ১৯ হাজার, ৬ মাস থেকে ১১মাস পর্যন্ত ৩ হাজার ৮’শ মোট ২৩ হাজার ৪’শ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে বলে জানান ফেনী পৌর কর্তৃপক্ষ।