বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে একটি মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমানুল্লাহ আমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি ছাত্রদলের আক্তার হোসেন, খোরশেদ হোসেন সোহেল, জহির হোসেন, আশরাফুল ইসলাম আনিক, তরিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম প্রিন্স, গাজী সাদ্দাম হোসেন, রাজু আহমেদসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজকে প্রকাশ্যে ঢাবির ছাত্রীকে ধর্ষণ করেছে নরপিশাচরা। সত্যিকারার্থে বিশেষ একটি গোষ্ঠী ছাড়া দেশে আজ কারোই নিরাপত্তা নেই। ক্ষমতাসীন সরকার ও তাদের পেটোয়া আইনশৃঙ্খলা বাহিনী শুধু বিএনপি তথা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিনেই ব্যস্ত। সাধারণ মানুষের নিরাপত্তার দিকে তাদের কোনো জবাবদিহিতা নেই। আজ সারাদেশে যেন ধর্ষনের উৎসব চলছে।
কুমিল্লায় তনু হত্যা, ফেনীতে নুসরাত হত্যা সহ অসংখ্য নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনা ঘটেছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু কোনোটিরই সুষ্ঠু ও ন্যায় বিচার হয়নি। ফলে নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনা আজো ঘটছে। যার সর্বশেষ শিকার ঢাবির ছাত্রী। আমরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।