রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে অসহায়,দুঃস্থ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে সাধারণ সম্পাদক এমএ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন কোতয়ালী মহানরগ মহিলা জাতীয় শ্রকিলীগের সভাপতি মঞ্জু আরা, সাধারণ সম্পাদক নাহার , মহানগর যুব মাহিলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মদিনা খানম, সাধরণ সম্পাদক মুন্নি, রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের মহিলা সম্পাদকদ শুখতারা, নাজনিন, সাংগঠনিক সম্পাদক এমএ মালেক মুকুল , রিয়াদ, কোষাধক্ষ সাহরিয়ার হোনেন বিটুল , ত্রান সম্পাদক শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।