রংপুরের পীরগাছায় কলেজের প্রভাষকসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, স্বপন চন্দ্র, বেনী মাধব, শরৎ চন্দ্র ও পরেশ চন্দ্র এবং বালারহাট ডিগ্রী কলেজের প্রভাষক জিতেন্দ্রনাথ।
গতকাল রবিবার দুপুরে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে ইটাকুমারীর ঝিনিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার উপ-পরিদর্শক মাঈদুল ইসলাম বলেন, পাঁচ জুয়াড়িদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।