সাফিউর রহমান সফি বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর কমিটির পুনঃরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-১৯৬৭ (বঙ্গবন্ধু পেশাজীবী লীগের অর্ন্তভূক্ত) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল শনিবার রাতে নগরীর রাধাবল্লভস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এরহ ল রুমে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর কমিটির পুনঃরায় নির্বাচিত সভাপতি মোঃ সাফিউর রহমান সফি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের ষ্টেনোগ্রাফার এ.কে.এম শাহিনুর ইসলামের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু।
বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-১৯৬৭ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিনুর রহমান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-১৯৬৭ (বঙ্গবন্ধু পেশাজীবী লীগের অর্ন্তভূক্ত) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর আঞ্চলিক কমিটির সভাপতি বিমল চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যূগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক মোঃ মোর্শেদ আলী ও স্থানীয় সমাজ কর্মী আমিনুল ইসলাম লাবু।