রংপুরে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে রংপুর পুলিশ হলে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ব্যারিষ্ট্রার শামীম হায়দায় পাটোয়ারী। রংপুর সদর সাব-রেজিষ্ট্রী অফিস নকল নবীশ কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ ছাবের আহম্মদ কাজী সাব্বির, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রেয়াজুল হক বাবলু, সুন্দরগঞ্জ পৌর শাখা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার রেজা (ডাব্লু), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আলম ভুঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সদরের নকল নবীশ তাছিকুর রহমান রিগান, উলিপুরের এস.এম রবিউল ইসলাম রিপন, সুন্দরগঞ্জের আল-আমিন সরকার প্রমুখ। সমাবেশ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ব্যারিষ্ট্রার শামীম হায়দায় পাটোয়ারীর হাতে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণ দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়া হয়।