বাগেরহাটের চিতলমরীতে স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় উপজেলা মিলনায়নে ৫ শতাধিক শীতার্থদের মাঝে এ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহকারী ফিরোজুল ইসলাম ও অলিদ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, এস এম সোয়েল মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহাতবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু প্রমূখ।