পঞ্চগড়ের বোদা পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বোদা পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে বই বিতরণী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মোঃ আলিউল হক ও কাউন্সিলারগণ। এ সময় ৫৮ জনকে বয়স্ক ভাতা, ৩১ জনকে বিধবা ভাতা ও ২৮ জনকে প্রতিবন্ধী ভাতা বই বিতরন করা হয়।