নোয়াখালীর সেনবাগের আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে রোববার দুপুরে ছমির মুন্সির হাট বীর বিক্রম শহীদ তরীক উল্লাহ স্টেডিয়াম সংলগ্ন মাদ্রাসার হলরুমে আহছান উল্লাহ সভাপতিত্ব ও মাদরাসার পরিচালক মোয়াজ্জম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, বিশেষ অতিথি দক্ষিন আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, কল্যান্দী ফয়জুল উলুম মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান ফয়েজী, সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম মুন্সি, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ, যুবলীগ নেতা দিদারুল ইসলাম , রাজু, রাশেল প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন।