শনিবার মধ্যরাত ও রোববার সকালে পৃথক দুটি ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ও গোবিন্দপুর গ্রামে আমির আলী (৪৫) ও ফাতিমা খাতুন (১৯)নামের দুইজন আত্মহত্যা করেছে। নিজ নিজ শোবার ঘরের আড়া এবং সিলিং এর সাথে গলায় রশি এবং ওড়না জড়িয়ে তারা আত্মহত্যা করে।
উপজেলার বুড়িগোলীনি নীলডুমুর গ্রামের মৃত তকিম গাজীর ছেলে এবং কাঠালবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ছিলেন আত্মহত্যাকারী দুইজন। পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও ফাতিমার আত্মহত্যার ঘটনায় ভগ্নিপতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে নিহতের ভাই ঢাবি শিক্ষার্থী আব্দুল অঅলিম।
উভয় ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা হলেও শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ও ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।