লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আঃ রশিদ ডাঃ বাড়ির লেদু মিয়ার গৌ-খামারের দুর্গন্ধে ১০পরিবারের জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে। সৃষ্ট ঘটনায় বাড়ির মোস্তফা কামাল, শাহাজাহান মিয়া, নূর মোহাম্মদ,আবুল খায়েরসহ ১০টি পরিবারের লোকজন স্থানীয় চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভুইয়া সহ সংশ্লিষ্টদের নিকট বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। এতে করে বাড়ির ওই ১০ পরিবারের লোকজন বর্তমানে জীবনযাত্রা মারাত্বক হুমকী হয়ে দাড়িয়েছে।
সূত্রে জানায়, উপজেলার পূর্ব চন্ডিপুর আঃ রশিদ ডাঃ বাড়ির লেদু মিয়া দীর্ঘ বেশ কয়েক বছর যাবত থেকে গৌ-খামার পরিচালনা করে আসছিল। কিন্তু সম্প্রতি খামারী লেদু মিয়া গরুর বর্জ না সরিয়ে একই স্থানে স্তুপ করে রাখায় বাড়ির আশপাশে সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে করে বাড়ির ছোট বড় সবাই গরুর বর্জের দুর্গন্ধে শ্বাসকষ্ট সহ নানান রোগে ভয়ে এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাড়ির মোস্তফা কামাল বলেন, গরুর বর্জের দুর্গন্ধে চারপাশের পরিবেশ মারাত্বক দুষিত হয়ে পড়েছে। আমরা বাড়ির সকলে বারবার এ বর্জ অপসারনের জন্য তাগিদ দিলেও লেদু মিয়া কোন কর্নপাত না করায় অমরা স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছি। খামারী লেদু মিয়া বলেন, আমি আমার জায়গায় খামার দিয়েছি। আর আমার গরুর বর্জের কোন দুর্গন্ধ নাই। বাড়ির ১০ পরিবারের অভিযোগ সঠিক নয়।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন জানান, অভিযোগের আলোকে শীঘ্রই বাড়ির সকলকে নিয়ে বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হবে।