সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে শাকদহ নামক স্থানে বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পানিতে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১৫/২০ জন যাত্রী আহত হয় । গতকাল রবিবার বেলা ১২টার সময় সাতক্ষীরা গামী বাস খুলনা মেট্রো জ ০৪০০৫৫ শাকদহ ব্রিজে উঠতেই গাড়িটি দূর্ঘটনার কবলে পড়ে। আহতদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মিরা সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ রিপোট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।