সিরাজদিখানের মালখানগরে রাইজিং স্টার সোস্যাল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে ১৬০ টি কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় ক্লাব কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। ক্লাবের সভাপতি শরীফ হকের সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ন-সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুল, ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল প্রমুখ।