গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ ,উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ খাইরুল ইসলাম বিভিন্ন অনিয়ম, দুর্নীতির দায়ে উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুত হন। খাইরুল প্রতিষ্ঠানের দায়িত্ব হস্তান্তরের মহুর্তে সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে ওই কলেজের সর্ব কনিষ্ঠতম প্রভাষক নিজ জামাতা মোঃ আমজাদ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব¡ অর্পন করেন এবং নিজে প্রতিষ্ঠানের বাইরে থেকে কলকাঠি নাড়েন । ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন,শ্বশুরের কথামতো,ফরম ফিলাপ ও পরীক্ষার ফি দ্বিগুন হারে আদায় করে নয়-ছয় করার জন্য ব্যাংকে টাকা জমা না করে হাতে রেখে হাজার,হাজার টাকা আত্নসাৎ করে আসছেন বলে এলাকার অভিভাবকগণ লিখিত অভিযোগে তার অপসারণ দাবী করেন।এসব দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে অধ্যক্ষ তাকে মামলার ভয় দেখান।ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিধিবর্হিভূত নিয়োগসহ নানাবিধ অনিয়ম- দুর্নীতির বিরুদ্ধে জমিদাতা ও প্রতিষ্ঠাতাগণ গত পহেলা জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগের বিষয়ে চাকরিচ্যুত অধ্যক্ষ খাইরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।এব্যাপারে কলেজের সভাপতি ও ইউএনও সোলেমান আলী জানান,অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।