জানুয়ারীর প্রথম থেকেই গাইবান্ধাসহ উত্তরাঞ্চালে শুরু হয়েছে শৈত্য প্রবাহ ও হিমেল হাওয়া, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। ফলে ঠান্ডায় কাপছে গোটা উত্তরাঞ্চল। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাটে কাদা জমে যানবাহন ও জনচলাচলে ব্যাপক দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে জনসমাগম এলাকার রাস্তাঘাটে কাদায় পরিপূর্ন্য নাকাল এলাকাবাসী।
গত ডিসেম্বর থেকেই শুরু হয়েছে শীতের প্রকোপ। শীতের এই মৌসুমে শৈত্য প্রবাহ ও হিমেল হাওয়া, সেই সাথে যুক্ত হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত। পৌষের ভরা যৌবনে গাইবান্ধার বিভিন্ন স্থানে এই বৃষ্টিতে কাদার ঢেঁউ লেগেছে গ্রামীণ কাঁচা সড়কগুলোতে। জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ গেটস্থ উত্তরের কাঁচা রাস্তাটিতে এমনই চিত্র দেখা গেছে।
উপজেলার জামালপুর চৌধুরী বাজারের পশ্চিম গেইট থেকে জামালপুর বালিকা উচ্চবিদ্যালয় হয়ে রজিবনগর দিয়ে শ্রীকলা মাদ্রাসা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই কাঁদার ঢেউ বইতে থাকে। এই এলাকার কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে সিমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
দেশের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় জেলার অন্যান্যা উপজেলার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ হলেও, অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে জামালপুর ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো। একটু বৃষ্টি হলেই কাঁদায় পরিনত হয়। যা একদমই চলাচলের অনুপযোগি। এ অবস্থা অবশ্য অন্যান্য এলাকারও। এই এলাকার প্রবীণ ব্যক্তি নওয়াব আকন্দ জানান, জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে একই স্থানে ৪ টি স্কুল কলেজ, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাজার, ক্লিনিকসহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রবেশের একটি মাত্র প্রধান রাস্তা এটি। সেই রাস্তাটির এমন করুন দশা যা বলা বাহুল্য। একটু বৃষ্টি হলে নেমে আসে দূর্বিসহ জীবনযাপন। শিক্ষার্থীরা পিছলে পড়ে বই ব্যাগসহ ভিজতে দেখা যায়। সাধারণ জনগণ, সাইকেল মোটরবাইক ও অটোভ্যানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।
এছাড়াও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডলের বাড়ি সংলগ্ন মোংলাবন্দর থেকে উত্তর দিকে মুনছুর আলীর বাড়ি হয়ে হামিদ মন্ডলের ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা গ্রামীণ রাস্তা বেহাল দশার সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে কিছু ভারী যানবাহন চলাচলের ফলে শত শত গর্ত দেখা দিয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ফকির বলেন, আমাদের সরকার উন্নয়নের সরকার দেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামালপুরে ৭/৮টি প্রতিষ্ঠানসহ একটি বাজার আছে। কিছু অসাধু স্বার্থপর কর্মকর্তা, জনপ্রতিনিধির উদাসীনতার কারণে জনগণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জেলাবাসীর দাবী পরিকল্পিত রাস্তা-ঘাট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জনগনের সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবেন এই প্রত্যাশা সকলের।