রংপুর র্যাব ১৩ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে রংপুর নগরীর মধ্য বাবুখা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান শনিবার এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ দল শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর মধ্য বাবু খাঁ এলাকা হতে মৃত শহিাদর রহমানের পুত্র মোঃ ফজলুল হক শাহাজাদা ওরফে মিলনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর রংপুর শহরভিত্তিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ, চাঁদা প্রদান এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। সে এই সংগঠনের রংপুর জেলার অন্যতম সক্রিয় সংগঠক বলে স্বীকার করে। তার সহযোগী অন্যান্যের ব্যাপারে অনুসন্ধান চলছে।