আশাশুনি উপজলার বুধহাটায় রাতের আঁধারে মৎস্য ঘেরে মাছ চুরির সময় চোর আটকের পর কৌশলে মুক্ত করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে অন্তাকুড় বিলে এ ঘটনা ঘটে।
ঘের মালিক জিয়ারুল ইসলাম জানান, বুধহাটা অন্তাকুড় বিলে নিজের মাছের ঘেরে বুধবার দিবাগত রাতে নিজেই পাহারা দিচ্ছিলেন। গভীর রাতে কয়েকজন চোর ঘেরে মাছ চুরির চেষ্টা করছিল। এ সময় তিনি তাদেরকে হাতে নাতে আটক করেন। রাতেই চোরদের পরিবারের লোকজন বৃহস্পতিবার বুধহাটা পশ্চিম পাড়া মোড়ে বিচার করা কথা বলে কৌশলে চোরদেরকে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। কিন্তু চোরেরা গা ঢাকা দিয়েছে বলে জিয়ারুল জানান। এমনকি এনিয়ে কাউকে কিছু না জানাতে ঘের মালিক জিয়ারুল ইসলামকে হুমকি দেওয়া হচ্ছে এবং জানালে মিথ্যা মামলায় ফাঁসানোর আস্ফালন করা হচ্ছে বলে ঘের মালিক ও স্থানীয়রা জানান। স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, চোরদের উপদ্রবে মৎস্য ঘের, দোকান ঘর, বাড়ী থেকে গবাদী পশু চুরি ও অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কমনা করেছেন।