আশাশুনি উপজেলার ৮টি জেএসসি পরীক্ষা কেন্দ্রে সদ্য ঘোষিত ফলাফলে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৬১ জন পরীক্ষার্থী। উপজেলায় জেএসসিতে পাশের হার ৯৫%।
৮টি জেএসসি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৫ জন কৃতকার্য, কেন্দ্রে এ+ ১২ জন। গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৪ জনের মধ্যে ২৪ জন কৃতকার্য, এ+ নেই। দরগাহপুর এসকেআরএইচ কলেঃ স্কুল কেন্দ্রে ৬৬৪ জনের মধ্যে কৃতকার্য ৬৬৩, এ+ ৬৬ জন। কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬ জনে ৩৫ জন কৃতকার্য, এ+ নেই। বুধহাটা বিবিএম কলেঃ স্কুল কেন্দ্রে ৭২০ জনে ৬৭১ জন কৃতকার্য, এ+ ৩৫ জন। বড়দল আফতাব উদ্দিন কলেঃ স্কুল কেন্দ্রে ৫৬৮ জনের মধ্যে ৫২০ জন কৃতকার্য, এ+ ১৮ জন। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭৫ জনের মধ্যে ৪৬৪ জন কৃতকার্য, এ+ ১৭ জন।
উপজেলার মধ্যে এ+ পেয়েছে যে বিদ্যালয়গুলো তার মধ্যে বুধহাটা বিবিএম কলেঃ স্কুল ১৯ জন, কাদাকাটি আরার মা/বি ১৮ জন, কুঁন্দুড়িয়া পিএন মা/বি ১৩, ইউনাইটেড একাডেমি প্রতাপনগর ১৩ জন, মিত্র তেঁতুলিয়া হাই স্কুল ১৩ জন, খরিয়াটি মা/বি ১২ জন, দরগাহপুর কলেঃ স্কুল ১২ জন, ইউনাইটেড মা/বি খাজরা ৭ জন, আগরদাড়ি রহিমীয়া মা/বি ৬ জন, এইচএনএসকেটি মা/বি ৫ জন, টেংরাখালী আদর্শ মা/বি ৫ জন, বদরতলা জেসি মা/বি ৫ জন, গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মা/বি ৪ জন, বড়দল আফতাব উদ্দিন কলেঃ স্কুল ৩ জন, গাবতলা মা/বি ৪ জন, শরাফপুর ইউনাইটেড মা/বি ৪ জন, আশাশুনি সরকারি মা/বি ৪ জন, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মা/বি ৩ জন, তুয়ারডাঙ্গা এইচএফ মা/বি ৩ জন, কাকবাসিয়া বঙ্গবন্ধু মা/বি ৩ জন, কল্যানপুর এমএইচ মা/বি ১ জন, মাড়িয়ালা মা/বি ১ জন, পুইজালা বিএমআরবি মা/বি ১ জন, বলাবাড়িয়া আমজাদ আলী মা/বি ১ জন ও বাইনতলা আরসি মা/বি হতে ১ জন এ+ পেয়েছে।