কুমিল্লার নাঙ্গলকোটে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বারাহি নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো: দুলাল মিয়া (৫০)। গত ২৯ ডিসেম্বর রোববার সকাল ১০টার দিকে নাঙ্গলকোট উপজেলার কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কের আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের কপালে রক্তাক্ত জখম দেখা গেছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধারের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বালেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে সোনাইমুড়ি থানায় যোগাযোগ করলে তাদের মাধ্যমে আমাদের সাথে কথা হয়। তারা বৃদ্ধের লাশ ও পোশাক দেখে চিহিৃত করে। আমরা প্রয়োজনে বৃদ্ধের একজন স্বজনের সাথে ডিএনএ মিলিয়ে পরবর্তী পদক্ষেপ নিব।