জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সম্পাদক হাজী আবদুর রাজ্জাকের বড় ভগ্নিপতি আবু সাইদ সবুজ বৃহস্পতিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দুই দফা জানাযা শেষে শুক্রবার তাঁকে নীলফামারীর ডিমলার ছাতনাইয়ে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। শুক্রবার রংপুর মহানগরীর নিউ আদর্শপাড়া জামে মসজিদে প্রথম এবং বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি রংপুর প্রাইম মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, মহানগর যুব সংগহতির আহ্বায়ক শাহীন ােহসেন জাকির, সদস্য সচিব শান্তি কাদেরী, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন প্রমুখ।
শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।