বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ফারুক হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শেরপুর পৌর শহরের কাঠালতলা এলাকার বগুড়া-ঢাকা মহাসড়কে।
নিহত ফারুক হোসেন শেরপুর উপজেলার কাফুরা পুর্বপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, ফারুক হোসেন তার নিজ মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় শহরের কাঠালতলা এলাকার মহাসড়কের বগুড়া গামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ট্রাকটি আটক করা যায়নি।