সুন্দরবন সংলগ্ন গুরুত্বপুর্ন জনপদ শ্যামনগর উপকূল রক্ষার জন্য নুতন ডিজাইনে টেকসই প্রযুক্তিতে উপকূল রক্ষা বা বন্যা নিয়ন্ত্রন রক্ষা বাঁধ নির্মান করা হবে। পর্যায়ক্রমে সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী শ্যামনগর থেকে টেকনাফ পর্যন্ত নুতন এবং টেকসই প্রযুক্তিতে বাঁধ নির্মিত হবে। উপকূল রক্ষা বাঁধ নির্মানের মাধ্যমে উপকুলীয় এলাকায় বসাবাসরত জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার বিষয়টিকে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন।
৩ জানুয়ারী শুক্রবার বেলা বারটার দিকে সুন্দরবন সংলগ্ন নীলডুমুর এলাকার পাঁচ নম্বর পোল্ডার পরিদর্শনকালে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন উপকুলীয় জনসাধারন প্রায় প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে মহা দুরাবস্থার মধ্যে নিপতিত হচ্ছে। বিষয়টিকে সক্রিয় বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি উপকুলবর্তী এলাকা পরিদর্শনে এসেছেন।
প্রতিমন্ত্রী জানান ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে পাঁচ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তবে টাকা বরাদ্দে বিলম্ব হওয়ার কারণে জরুরী ভিত্তিতে উপকূল রক্ষা বাঁধের মারাত্বক ঝুঁকিপুর্ন এলাকাসমুহ সংস্কারের প্রাথমিক পরিকল্পনা গৃহীত হয়েছে। এর আগে বেলা সাড়ে দশটার দিকে সড়ক পথে প্রতিমন্ত্রী নীলডুমুর এলাকায় পৌছালে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এ সময় খুলনা ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিবসহ পাউবোর পদস্থ কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নীলডুমুর পৌছে একে ৫ নং পোল্ডারের বুড়িগোয়ালীনি, ১৫ নং পোল্ডারের গাবুরা, ৭ নং পোল্ডারের পদ্মপুকুর এবং ১৩ ও ১৪ এর ২ নং পোল্ডারের কয়রার বেকাশি এলাকার উপকূল রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি শ্যামনগর উপজেলা কোট মসজিদে জুমার নামায আদায় শেষে খুলনার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।
এসময় অন্যন্যের মধ্যে শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পাউবোর সাতক্ষীরা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার ডলি, শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ আলহাজ¦ মোঃ নাজমুল হুদা, বুেিড়াগয়ালীনি নৌ-পুলিশ ষ্টেশনের পরিদর্শক অনিমেশ হালদার প্রমুখ।