কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ স্মরণ করলো প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে। কিশোরগঞ্জ সদর আসনের টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শুক্রবার বাদ জুম্মা জেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ বাদ জুম্মা ঐতিহাসিক পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায়শেষে দোয়া মাহফিল থেকে জানান, কিশোরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে মসজিদের ইমামগণকে বাদ জুম্মার নামাজশেষে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। ফলশ্রুতিতে মসজিদের ইমাম ও খতিবগণ সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে শুক্রবার বাদ জুম্মা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা করেছেন।
জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুল ইসলাম খান মাসুম জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারন সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ১ম মৃত্যবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাদ আসর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়।
কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী বলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের গর্বিত সন্তান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন রাজনীতির এক অনন্য কবি। তাঁর কবিতার কারুকার্যে আজো মোহিত বাংলাদেশ। শুক্রবার সকালে ভোরের আলো সাহিত্য আসরের ৫৮৬ তম সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
প্রসঙ্গত থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ছয় মাস চিকিৎসাধীন থাকার পর গত বছরের (২০১৯) ৩রা জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সৈয়দ আশরাফ পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ২০১৮ সালের ৩রা জুলাই তাঁকে সেখানে ভর্তি করা হয়। কিশোরগঞ্জ সদর আসনের টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের দুই বারের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নেই আজ এক বছর। এই এক বছরে রাজনৈতিকভাবে যেমনি অভিভাবকশূণ্য হয়ে পড়েছে কিশোরগঞ্জ, তেমনি বাংলাদেশ অনুভব করছে বিরল এই রাজনীতিকের শূণ্যতাকে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আজো কাঁদে কিশোরগঞ্জ, কাঁদে বাংলাদেশ।