বাগেরহাটের চিতলমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ ম-ল (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত বিশ্বজিৎ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্স’র ছাত্র ও উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিত মন্ডলের ছেলে।
এলকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বিশ্বজিৎ গোপালগঞ্জ থেকে মাহেন্দ্র যোগে খুলনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘোনাপাড়া নামক স্থানে পৌছালে পিছন দিকে থেকে একটি মাল বোঝাই ট্রাক মাহেন্দ্রটি কে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয় ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। বিশ্বজিতের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের নেমে এসেছে।