সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলরুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচী পরিবর্তন করেছে রেল কর্তপক্ষ। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন সময়সুচী অনুযায়ী ট্রেন চলাচল করবে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সুত্রে জানা গেছে, ৭৭৪ কালনী এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করবে এবং দুপুর ১টায় ঢাকা পৌছাবে। ৭১৮ জয়ন্তিকা এক্সপ্রেস সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকা পৌছবে। ৭১০ পারাবত এক্সপ্রেস বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে রাত ১০ টা ৪০ মিনিটে ঢাকা পৌছবে। ৭৪০ উপবন এক্সপ্রেস রাত ১১টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা পৌছাবে। অপরদিকে চট্টগ্রামগামী ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম পৌছবে। ৭২৪ উদয়ন এক্সপ্রেস রাত ৯টা ৪০ মিনিটে সিলেট ছেড়ে ভোর ৬ টায় চট্টগ্রাম পৌছবে।
অপরদিকে ৭০৯ পারাবত এক্সপ্রেস ভোর ৬টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে দুপুর ১টায় সিলেট পৌছবে। ৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস সকাল ১১ টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৭ টায় সিলেট পৌছবে। ৭৭৩ কালনী এক্সপ্রেস বিকাল ৩টায় ঢাকা ছেড়ে রাত সাড়ে ৯ টায় সিলেট পৌছবে। ৭৩৯ উপবন এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভোর ৫ টায় সিলেট পৌছবে। ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৬ টায় সিলেট পৌছবে। ৭২৩ উদয়ন রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে ভোর ৬টায় সিলেট পৌছবে।
শ্রীমঙ্গলের সময়সূচী
-----------------------------
ঢাকাগামী কালনী শ্রীমঙ্গল পৌছবে সকাল ৮টা ২০ মিনিটে, জয়ন্তিকা দুপুর ১টা ৩০ মিনিটে, পারাবত বিকেল ৫টা ৫৫ মিনিটে, উপবন রাত ২ টা ১২ মিনিটে। চট্টগ্রামগামী পাহড়িকা দুপুর ১২টা ২৯ মিনিটে, উদয়ন রাত ১১ টা ৫৫ মিনিটে।
অপরদিকে সিলেটগামী পারাবত শ্রীমঙ্গল পৌছবে সকাল ১০টা ৩০ মিনিটে, জয়ন্তিকা বিকেল ৪টা ১০ মিনিটে, কালনী সন্ধ্যা ৭ টায়, উপবন রাত ১টা ২৭ মিনিটে, পাহাড়িকা বিকেল ৩টা ২৬ মিনিটে, উদয়ন রাত ৩টা ৩৮ মিনিটে পৌছবে।