আজ বৃস্টিমুখর শ্রীমঙ্গল। ভোর থেকে থেমে থেমে হালকা বৃস্টি হচ্ছে। সুর্যের দেখা নেই। শীতও কিছুটা বেশী। জনজীবনে যেন ছন্দপতন ঘটেছে।
ভোর থেকে বৃস্টির কারণে শহরে লোক চলাচল ছিল কম। যানবাহনও তেমন ছিল না। জনজীবনে ঘটে ছন্দপতন। তবে দুপুর একটার পর সূর্যের দেখা মেলে। বৃস্টিও থেমে যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শুক্রবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, আজ ভোর ৫টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র।