নোয়াখালী সেনবাগে বীর বিক্রম “শহীদ তরীক উল্লাহ” ফাউন্ডেশেনের উদ্যোগে সহাস্রাধীক শীতাত্ব, অসহায়, ছিন্নমুল, রিকসা ও সিএসজি চালকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত বীর বিক্রম শহীদ তরীক উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সানজী গ্রুপের চেয়ারম্যান, মেঘনা ব্যাংকের পরিচালক এবং লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর লায়ন জাহাঙ্গীর আলম মানিক।
সকালে প্রচন্ড শীত ও বৃষ্টি উপেক্ষ করে তিনি সেনবাগ উপজেলার হাজনী খাল, ছমির মুন্সির হাট, সেনবাগ রাস্তার মাথা, ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা, সেনবাগ পৌরসভায় সহাস্রধীক মানুষের শাঝে ওই শীত বস্ত্র গুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সেক্রেটারী, আজাদ হোসেন, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি জাকের হোসেন বাবুল, সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, যুবলীগ নেতা ফয়সল, মহির উদ্দিন, সাদ্দাম হোসেন প্রমুখ।