সাতক্ষীরার কলারোয়ায় ঝরছে বৃষ্টি, বাড়ছে শীত। পূর্বাভাস অনুসারে কলারোয়ায় আকাশ বৃহস্পতিবার সন্ধ্যারাত থেকেই মেঘলা ছিল। সন্ধ্যায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। আর মধ্যরাত থেকেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। শুক্রবার ভোররাত থেকে থেমে থেমে বাড়ে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে শীত বেড়ে গেছে। শুক্রবার ছুটির দিন হলেও বিপাকে পড়েছেন বাইরে কাজে বের হওয়া জনসাধারণ। বৃষ্টিতে অপ্রস্তুত থাকায় চরম বিরম্বনার পাশাপাশি শীত বেড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে নিম্ম শ্রেণীর মানুষেরা। সকাল ১০টার দিকে কলারোয়ায় ১৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শিত হয়। হালকা ও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে আবার থামছে। তবে পুরো আকাশ মেঘাচ্ছন্ন। বাড়ির বাইরে মানুষের উপস্থিতিও বেশ কম। জরুরী প্রয়োজনে ছাতা মাথায় অনেককে যাতায়াত করতে দেখা গেছে। কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতির খবর দেখা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী জানান-বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন স্থানে বেগুন, ঝাল সহ বিভিন্ন সবজী খেতে পানি জমে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে তিনি কৃষকদের কাছ থেকে এ তথ্য পেয়েছেন। কুশোডাঙ্গার গাছি রফিকুল ইসলাম জানান-শীতের মৌসুমে টাটকা খেজুরে রস আর পাটালি বিক্রয় করে থাকেন। কিন্তু বৃষ্টিপাতের কারণে তিনি শুক্রবার বাড়ীতে একটু রস আনতে পারেন নি। প্রতিটি খেজুর গাছের খোপ বা পুরাল পানিতে ভরে গেছে। উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি কর্মকর্তা সমির কুমার জানান-বৃষ্টির কারণে চাষিদের বাগানের পেয়ারা ও কুল নষ্ট হয়ে যেতে পারে। এদিকে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, আগামী ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। তিনি আরো জানিয়েছেন, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।