ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬৪ কেজি ও ট্রলারসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কুন্ডা ব্রীজ এলাকা থেকে ৬৪ প্যাকেট গাঁজা,ইঞ্জিন চালিত নৌকাসহ ৪ জনকে আটক করে। এরা হল উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পুত্রিশ চক্রবর্তী(৫৭),মাধবপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নুর মিয়ার ছেলে আহাম্মদ মিয়া(৩০),একেই ইউনিয়নের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম(৪৩) ও বিঞ্চুপুর ইউনিয়নের খায়ের আলীর ছেলে আবেদ আলী(২৯)।
থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান,ভোরে বিজয়নগর সীমান্ত থেকে মাইক্রোবাসে আসা হরিণবেড় দিয়ে ট্রলার(ইঞ্জিন চালিত নৌকা) দিয়ে ভৈরবে বড় ধরনের একটি গাঁজার চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ কুন্ডা ব্রীজ এলাকায় একটি ট্রলারে তল্লাসী চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করে।সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সরাইল সার্কেল) মোঃ মকবুল হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এএসপি সার্কেল মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ ৬৪ প্যাকেট গাঁজা,ইঞ্জিন চালিত নৌকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।