আশাশুনিতে সামাজিক বন্ধন নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গুনাকরকাটি রুস্তম মার্কেটে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সমাজে মানুষের মধ্যে একে অন্যের প্রতি আস্থা প্রতিষ্ঠা এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সৃদৃঢ় করণের লক্ষ্যে এলাকার সচেতন মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক ইবাদুল হক। আবদুল মোমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, এস কে মাহফুজার রহমান, আমিনুর রহমান, অধ্যাপক হিরুলাল বিশ^াস, শাহিন আলিম, গোফরান উদ্দিন, মিজানুর রহমান, কৃষ্ণ কান্ত রায়, ডাঃ এস কে রাজা, তপন চৌধুরী প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে এস কে মাহফুজার রহমানকে সভাপতি, দীপঙ্কর কুমার ঘোষকে সহ-সভাপতি, আবদুস সামাদ গাজীকে সাধারণ সম্পাদক, আশুতোষ কুমার দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক, আঃ গফফার গাজীকে কোষাধ্যক্ষ এবং জসিম উদ্দিন লাবু, তপন চৌধুরী ও ডাঃ রফিককে নির্বাহী সদস্য করে উপজেলা সামাজিক বন্ধন এর ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় আমিনুর রহমান, অধ্যাপক হিরুলাল বিশ^াস ও স ম ইবাদুল হককে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।