তালায় লরি চাপায় গুরুতর আহত স্কুলছাত্র শাওন হোসেন (১০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের শফিকুল সরদারের ছেলে এবং হরিহরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র। বৃহষ্পতিবার (২ জানুয়ারী) সকালে হরিহরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা শাওনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এদিকে ঘাতক লরি স্থানীয় জনতার জিম্মায় আছে। তবে চালক পালিয়ে গেছে। তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।