নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ, আনন্দ র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। গত বুধবার উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়ার বাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন মেম্বার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাহিন। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন। ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা বিএনপি আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া বলেন, ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে হবে এবং সবাইকে রাজপথে থেকে তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।