নাঙ্গলকোট পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে ১৯টি গ্রামের গ্রাম কমিটির হাতে শীতার্ত মানুষের জন্য বৃহস্পতিবার কম্বল বিতরন করা হয়েছে। উপজেলা আ’লীগ কার্যালয়ে পৌর আ’লীগ সভাপতি একেএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ যুব ও ক্রিড়া সম্পাদক অহিদুর রহমান মজুমদার, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার। উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মাষ্টার ফখরুল ইসলাম, মুনসুর আহম্মেদ প্রমুখ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল প্রদান করা হয়।