কয়রায় নিখোজ স্কুল ছাত্র ইমরান হোসেন মাদানীর সন্ধান এখনও মেলেনি। একমাত্র পুত্রকে না পেয়ে তার পিতা মাতা দিশেহারা হয়ে পড়েছে। জানা গেছে কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের আবুল হোসেন মিস্ত্রীর একমাত্র পুত্র চতুর্থ শ্রেনীর ছাত্র ইমরান হোসেন মাদানী গত এক জানুয়ারী স্থানীয় পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের বই নিতে নিজ বাড়ি হতে বের হয়। সেই থেকে সে আর বাড়ি ফিরে আসেনী। তার গায়ের রং শ্যামলা স্বাস্থ্য মধ্যেম, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি গায়ে লাল রং একটি জ্যাগেট পরা ছিলো। একমাত্র পুত্রকে হারিয়ে তার পিতা-মাতা দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে কয়রা থানায় জিডি করা হয়েছে। কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৯৩৩৮২৫০৪৭ নং মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে পুরুষ্কিত করা হবে।