আদালতের নির্দেশ অমান্য করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ভূমিদস্যু চক্র জনৈকা বিধবার জমি দখল করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। একই চক্র পাশ্ববর্তী আরো ভূমি জবর দখলের চেষ্টা করছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এই ঘটনা ঘটেছে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মৌলভী ওলি উল্যার বাড়ীতে।
ভুক্তভোগী জমির মালিক আম্বিয়া খাতুনের অভিযোগ করে বলেন, চরহাজারী ইউনিয়নে ১৪নং চরহাজারী মৌজার জিলা জরিপী ১১নং খতিয়ানে ৪০০০ দাগে যাহা দিয়ারা ১২৭৫ নং খতিয়ানে ১০১২৪ দাগে ৭২ শতাংশ আন্দরীয় দাগের দক্ষিণাংশে আপোষ বন্টকে ৭.৫শতাংশ সম্পত্তি ওয়ারিশ সূত্রে তিনি মালিক ও ভোগ দখলকার। তফসিলকৃত ভূমি পার্শ্ববর্তী আইয়ুব আলী, সেলিম, নিজাম উদ্দিন সবুজ, মিজানুর রহমান, জিয়াউর রহমান জবরদখল করার চেষ্টা করে। তাদের পেশী শক্তির কারণে টিকে উঠতে না পেরে বিধবা আম্বিয়া খাতুন নোয়াখালীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ফৌঃকাঃবিঃ ধারায় একটি পিটিশন মামলা করে। যার মামলা নং- ৪০৭/২০১৯ইং, তারিখ- ২৬/০৫/২০১৯ইং। ভূমি মালিক আম্বিয়া খাতুনের পিটিশন মামলার ভিত্তিতে আদালত গত ২৬ মে তারিখে তফসিল নালিশী ভূমিতে জবরদখল ও বে-আইনী কার্যকলাপ থেকে বিরত এবং শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দেয়। কোম্পানীগঞ্জ থানা আদালতের নির্দেশ মোতাবেক অবৈধভাবে ভূমি দখলের চেষ্টায় অভিযুক্ত জিয়াউর রহমান, বাহার উল্যা ও শিরিন আক্তারকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ জহির হোসেন স্বাক্ষরিত নালিশী ভূমিতে জবরদখল ও বে-আইনী কার্যকলাপ না করার জন্য লিখিত একটি আদেশ প্রদান করেন।
ভূমিদস্যুরা এ আদেশ অমান্য করে তাদের নালিশীকৃত ভূমির ওপর ঘর নির্মাণ কাজ চলমান রাখে ও ৪০০০ দাগের ৭.৫০শতাংশ ভূমি দখলের চেষ্টা করে।
এতদ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন নালিশী ভূমি সরে জমিনে তদন্ত করে জবর দখলে ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মানের ঘটনার সত্যাতা পান। এ বিষয়ে তিনি তাঁর দপ্তরের ২৮৬নং স্মারকে গত ১৬ সেপ্টেম্বর তারিখে নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে একটি তদন্ত প্রতিবেদন প্রেরণ করে ছিলেন।
৩নং চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা নালিশী ভূমি পরিমাপ পূর্বক বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিলেন, কিন্তু ভূমিদস্যু মিজানুর রহমান সেলিম চক্র বিধবা আম্বিয়া খাতুনের মালিকীয় ভূমিতে ঘর নির্মাণ ও ওপর ভূমি জবর দখলের চেষ্টা করছে। একই সময় আম্বিয়া খাতুনের ছেলে নিজাম উদ্দিনের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর কোম্পানীগঞ্জ থানায় একটি নারী নির্যাতনের মিথ্যা পিটিশান দায়ের করে হয়রানী করছে বলে তারা অভিযোগ করেন।
ভুক্তভোগী ও এলাকার বিভিন্ন পেশার মানুষ বিষ্ময় প্রকাশ করে বলেন, ভূমিদস্যু সেলিম চক্ররা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রশ্ন দাঁড়ায়, ভূমিদস্যু এ চক্রটির খুঁটির জোর কোথায়? চক্রটি কি প্রশাসনের চেয়েও ক্ষমতাবান?
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভূমিদস্যু চক্রের মূল হোতা বাহার উল্যার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।