‘‘সমাজসেবা দেশ গড়ি, সমাজিক নিরপত্তা নিশ্চিত করি’’ - এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে উপজেলা সমাজসেবা বিভাগ আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস পালনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা প্রাকৌশলী এটিএম রবিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মবিনুল হক ভূইয়া।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।