‘‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন; সহকারী কমিশনার (ভূমি) মো: জাহাঙ্গীর হোসেন, কসবা প্রেসক্লাব সভপতি মো: সোলেমান খান, কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো: তসলিম মিয়া, উপজেলা সাব রেজিষ্টার নাজনিন জাহান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: সফিকুল ইসলাম রঙ্গু, কসবা থানার এসআই মো: বেলাল হোসেন, মেহারী ইউপি চেয়াম্যান মো: আলম মিয়া, কসবা সীমান্ত ফাড়ির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো: জিয়ারত আলী, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা মো: হাদীউল ইসলাম, পৌর কাউন্সিলর মো: রঙ্গ মিয়া ও উপসহকারী প্রকৌশলী (সেচ) মো. মাহফুযুর
রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসব প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।