গাইবান্ধার গোবিন্দগঞ্জে বানেশ্বর বীর মুক্তিযোদ্ধাগণ দ্বারা পরিচালিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে উচ্ছাসে উল্লাসের মাধ্যমে নতুন বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত ১ লা জানুয়ারী বুধবার দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে বই বিতরণ ও আলোচনা সভা সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনীষ চৌধুরী, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামলেন্দু মোহন রায় জীবু, এনতাজুর রহমান, আশরাফুল আলম, কমলেশ চন্দ্র বর্মন, রেনুপদ বর্মন, সেকেন্দার আলী, আব্দুল খালেক, রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাচ্চা মন্ডল, স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাবুব হোসাইন, রাজাহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আজিজুল হক ও শিল্পী রানী প্রমুখ।
উল্লেখ্য আলোচনা সভার শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের তোরা দিয়ে বরন করে নেওয়ার পর অতিথিরা ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উদ্বোধন করেন।