রংপুরের কাউনিয়ায় বৈদেশিক কর্মসংস্থনের জন্য দক্ষতা ও সচেনতা বিষয়ক প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও কর্মসংস্থাপন অধিদপ্তরের সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধ টিপু মুনশি হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ইউএনও মোছা: উলফৎ আরা বেগমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, টিটিএস প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারি পরিচালক আমেনা পারভিন, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম,প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম,প্রেস ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।