রংপুরে মামলার বাদিকে আসামীসহ সাক্ষীদের আসামী বানানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও গত ২৫ নভেম্বর/২০১৯ রংপুরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করায় বাদি আনিছা খাতুনকে প্রাণনাশের হুমকি চালিয়ে যাচ্ছে মামলার আসামী পক্ষরা। এ চক্রটি প্রভাবশালী হওয়ায় আনিছা খাতুনের মামলার আসামীরা বাদি আনিছার ভাসুরকে ম্যানেজ করে আনিছা খাতুনকেসহ তার মামলার সাক্ষীদের আসামী করে গত ২৩ ডিসেম্বর মামলা দায়ের করে।
মামলাটির এরকম প্রতিহিংসা পরায়নতা ও আসামীসহ সাক্ষীদের পরস্পর মামলায় অনেকটাই হতভম্ব স্থানীয় এলাকাবাসী। মামলার তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার কামনা করছে ভুক্তভোগীরা। মামলাটি স্বাভাবিক গতিতে চলমান রাখতে ও স্বামী হত্যার বিচার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্বামী হত্যার বিচার প্রার্থী স্ত্রী আনিছাসহ ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।