ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান আচ্যারী গেমস ২০১৯ ও নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ২০১৯ আরচ্যারী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করায় কয়রার বাগালী ইউনিয়নের কৃতি সন্তান আর্চার রোমান সানাকে সংবর্ধনা দিয়েছেন কয়রা উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমি গর্বিত আমাদের বাংলাদেশের, আমার নিজ এলাকার সন্তান রোমান সানা ফিলিপাইনে এশিয়ান ও নেপালে সাউথ এশিয়ার আরচ্যারী গেমসে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমি তাকে ও তার ক্রীড়ার সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সমাজ সেবা অফিসার বাবু অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান,ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়,সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোহাঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম, খুলনা জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু, খুলনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।