কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছে। প্রতিবন্ধীরা দেশের সম্পদ, তাদের করুণা নয় ভালোবাসতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি সুবিধা প্রদান করেছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ও শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমাার সানা,কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান,ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার পাড়,সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোহাঃ হুমায়ুন কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি কর্মকর্তা প্রশান্ত পাল, অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল,অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম, খুলনা জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু, খুলনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুবলীগ নেতা হারুন অর রশিদ,শামীম হোসেন, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফজর আলি সানা,কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালযের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ছাত্রলীগ সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান,কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল,সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।